Logo
Logo

বিনোদন

জালালের বাঁশিতে মুগ্ধ জাদুকর জুয়েল আইচ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৪

জালালের বাঁশিতে মুগ্ধ জাদুকর জুয়েল আইচ

খ্যাতিমান বংশীবাদক জালাল আহমেদের বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন প্রখ্যাত জাদুকর জুয়েল আইচ। শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন খ্যাতিমান এই জাদুকর। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সুপ্রিয় বাঁশিবাদক জালাল কখনো ওয়েস্টার্ন নোটস বাজাচ্ছিল, আবার প্রয়োজনে এখানে ওখানে অবিশ্বাস্য মধুরতায় বাংলার লোকসংগীতের সুর ঢুকিয়ে দিয়ে এমন সুমধুর ফিউশন তৈরি করছিল, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ভক্ত জালাল আমায় দেখেই পা ছুঁয়ে সালাম করল। আমি ও’কে বুকে জড়িয়ে ধরলাম।’

শুক্রবার (২২নভেম্বর) রেডিসন হোটেলে 'নতুন সূর্যোদয়ে আমরা স্বপ্ন বুনি' শিরোনামে আয়োজিত অনুষ্ঠান তারকাদের মিলনমেলায় পরিণত হয়। সেখানে জুয়েল আইচের সঙ্গে দেখা হয় বংশীবাদক জালাল আহমেদের। এ ছাড়া এই আয়োজন দেশবরেণ্য  সংগীতশিল্পীদের কণ্ঠের জাদুতে মুখরিত হয় রেডিসনের চারপাশ।

সুরের জাদু দেখতে দেশের আরেক জনপ্রিয় জাদুকর জুয়েল আইচ উপস্থিত হন সেখানে। রেডিসনের মঞ্চে তারই ভক্ত জালালের বাঁশির সুরে মুগ্ধ হলেন বাংলাদেশের এই প্রখ্যাত জাদুকর। 

আয়োজনে উপস্থিত ছিলেন, দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, হাবিব ওয়াহিদ, অর্নব ও তার দল।

এফটিএ/এমইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর