মাসুদ আলী খান। ছবি : সংগৃহীত
না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি কলাবাগানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর দেখভালের দায়িত্বে থাকা রবিন মণ্ডল।
মাসুদ আলী খানের দাফন কোথায়, কখন হবে তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, অভিনেতাকে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে দাফন করা হতে পারে।
মাসুদ আলী খান তাঁর ক্যারিয়ার মঞ্চ নাটক দিয়ে শুরু করেন। এরপর ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটান। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। চিকিৎসার জন্য তাকে বেশ কয়েকবার হাসপাতালে নেওয়া হয়েছিল।
এটিআর