Logo
Logo

খেলা

গ্লোবাল সুপার লিগ

সুপার ওভারে রংপুর রাইডার্সের নাটকীয় হার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৮

সুপার ওভারে রংপুর রাইডার্সের নাটকীয় হার

গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। আজ (বৃহস্পতিবার) সকালে মাঠে নেমে নিজেদের ১ম ম্যাচেই নাটকীয়তার জন্ম দিয়েছে মুহাম্মদ আশরাফুলের দায়িত্বে থাকা এই দলটি। ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। 

গায়ানায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হ্যাম্পশায়ার। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার।

জ্যাক চ্যাপেলের অসাধারণ বোলিং নৈপুণ্যে হ্যাম্পশায়ার সংগ্রহ দাঁড়ায় ১৩২/১০। চার ওভারে ২৩ রানের বিনিময়ে চ্যাপেল শিকার করেন ৫ উইকেট।

অন্য দিকে বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন ও লেগ স্পিনার রিশাদ হোসাইন নেন একটি করে উইকেট।

স্টেফেন টেইলরের ঝড়ো ইনিংসে শুরুটা ভালোই করে রংপুর রাইডার্স। ১২ বলে ২০ রান করে টেইলর আউট হলে এরপর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন সৌম্য সরকার। ৫ ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহে এক উইকেট হারিয়ে ৪৮ রান। পরের ওভারে পরপর ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় রংপুর রাইডার্স।

১০ ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৬৯ রান। ব্যাট হাতে ক্রিজে ক্যাপ্টেন নুরুল হাসান ৬ রান ও মেডসেন  ছিলেন ৮ রানে।

এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে রংপুর। শেষ তিন ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন মাত্র ১৩ রান হাতে আছে ৫টি উইকেট। টানা দুই ওভারে ২ উইকেট হারিয়ে শেষ ওভারে রংপুরের প্রয়োজন ৭ রান। শেষ ওভারে জেমস ফুলারের দুর্দান্ত বলে খেই হারিয়ে ফেলে তারা।

শেষ বলে ৩ রানের জন্য ব্যাট ধরেন রিশাদ হোসাইন। তবে শেষ বলে ২ রানের বেশি নিতে পারেননি এই লেগ স্পিনার। ফলে দুই দলের স্কোরে চলে আসে সমতা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে নাটকীয়তা শেষে হেরে যায় রংপুর রাইডার্স।


এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর