Logo
Logo

সারাদেশ

ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে : সারজিস

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৭:২৭

ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে : সারজিস

ছবি : সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদে নিয়োগের বিষয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে সারজিস বলেন, ‘ফারুকী তাঁর পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার, তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন! এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। মন্ত্রণালয় চালানোর জন্য এই তিন বিভাগ থেকে কি একজনও যোগ্য ব্যক্তি নেই- এমন প্রশ্ন রেখে সারজিস বলেন, অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।

এদিকে অনুষ্ঠানে সারজিস আলমের বক্তব্যের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের  সংকীর্ণ করে দেয়। 

চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব।

আরকেএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর