Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করায় ৩ কিশোর আটক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৪:০৩

চাঁদপুরে অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করায় ৩ কিশোর আটক

চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, শহরের পুরান বাজার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফের ছেলে মো. তামিম (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. সেলিমের ছেলে মো. সানজিদ (১৭) ও একই এলাকার জালাল শেখের ছেলে মো. মাঈন উদ্দিন (১৬)।

পুলিশ জানায়, চাঁদপুর শহরের নতুন বাজার খাদ্য গুদাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল একটি কিশোর গ্যাং। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর হতে দেশীয় অস্ত্রসহ ৩ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটক কিশোর গ্যাং সদস্যরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আটকের সময় তাদের সাথে রঘুনথাপুর এলাকার মো. সাইফুল (১৭), পুরান বাজার পালপাড়া এলাকার মো. মাহি (১৬), রঘুনাথপুর এলাকার মো. রাসেল (১৫), বাগাদী চৌরাস্তা এলাকার মো. সাকিবুল (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. ইয়াছিন (১৭) ও মো. লিজন, বঙ্গবন্ধু সড়ক এলাকার মো. বোরহান (১৬)সহ আরও ২ থেকে ৩ জন ছিলেন। পুলিশের উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যান।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘আটক ৩ জনসহ তাদের সঙ্গে থাকা সবার বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে থানায় মামলা করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।’

এবি/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর