নকলায় বাড়ির আঙিনা থেকে দর্জির গলাকাটা লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৩:৩৪
শেরপুরের নকলায় বাড়ির আঙিনা থেকে আইয়ুব আলী (৬০) নামে এক দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গৌড়দার ইউনিয়নের রুনিগাঁও গ্রামে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব আলী রুনিগাও গ্রামের দছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ছিলেন দর্জি।
আইয়ুব আলীর ছোট ছেলে রাজন বলেন, ‘আমার বাবার সাথে জেঠাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল পনেরো দিন ধরে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাবা বাড়িতে ফিরতে দেরি করছিলেন। পরে তাকে ফোনে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু করি। এরপর হঠাৎ বাড়ির পিছনে পুকুরে রাতে গলাকাটা অবস্থায় বাবার মরদেহ দেখতে পাই।’
নিহতের ভাতিজা আলম বলেন, আমার চাচা প্রতিদিন নকলা বাজার থেকে কাজ শেষে রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে আসেন। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই গলাকাটা অবস্থায় লাশ পাওয়া যায়। পরে চিৎকারে লোকজন জড়ো হয়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে যায়।’
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, একই গ্রামের বাসিন্দা মুকুল (৪৫), মহসীন (২২), জিসান (১৮) ও সেতু (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
এসএস/এমজে/এমএইচএস