Logo
Logo

সারাদেশ

গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫১

গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টায় পৌর শহরের চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসানকে (২০) আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

আহতদের মধ্যে রয়েছেন, পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫), পৌর যুব জামায়াতের বায়তুলমাল সম্পাদক ফুল মিয়া (৩৫), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক সরকার (২২)।

ঘটনার প্রতিবাদে রাত ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ও জাসাসের নেতাকর্মীরা। তারা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে চারমাথা মোড়ে ফুল মিয়ার দোকানে গিয়ে মারুফ হাসান ব্লাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানদারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মারুফ ফোন করে তার বন্ধুদের ডেকে এনে ধারালো চাকু হাতে ফুল মিয়াকে মারতে যান। এ সময় আশেপাশে থাকা লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে মারুফের হাতে থাকা চাকুর এলোপাথাড়ি আঘাতে অন্তত ১৩ জন আহত হন। 

মারুফ ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে মারুফ হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরিকাঘাতে আহতদের হাত, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হওয়ায় ৮ থেকে ১০টি করে সেলাই দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ হাসানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এআর/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর