Logo
Logo

সারাদেশ

‘ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে’

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

‘ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে’

বরিশালে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : প্রতিনিধি

ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে, বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে এবং এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। 

তিনি বলেন, ‘আপনারা যদি কোনো ভুল পান, তাহলে সেটা জানাবেন, আমরা তা ঠিক করে দেবো। তবে মিথ্যা খবর যেন না ছড়ায়, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’

তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম যদি কোনো সত্য খবরও দেয়, তাও জনগণ সন্দেহের চোখে দেখে, কারণ তারা বরাবরই মিথ্যা রিপোর্ট দেয়। সাংবাদিকরা মিডিয়ার মাধ্যমে এই অপপ্রচারের প্রতিবাদ করতে পারেন এবং তারা সরকার ও জনগণের শক্তি হিসেবে কাজ করতে পারেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্তের জন্য একটি নতুন টিম গঠন করা হয়েছে। বাংলাদেশের আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি থেকেও বোঝা যাচ্ছে যে, সরকার এই হত্যাকাণ্ডের সুরাহা করার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। এই হত্যাকাণ্ডের পর প্রায় এক যুগ ধরে তদন্ত চললেও এখনও মূল অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়নি এবং এ কারণে তদন্তে নতুন উদ্যমে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর