Logo
Logo

সারাদেশ

‘সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে’

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৫:০১

‘সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে’

সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানিয়েছেন বনজীবীরা। ছবি : প্রতিনিধি

সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানিয়েছেন বনজীবীরা। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের ঢাংমারিতে ন্যায্য জ্বালানি রূপান্তরে প্রচারণা কার্যক্রমের সমাপনী দিনে বনজীবীদের অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ‘বর্তমানে জ্বালানি চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে সুন্দরবনসহ প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে।’

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের হারকে ধীরগতি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি। সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং যন্ত্রাংশ ট্যাক্স ফ্রি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিখাতে প্রণোদনা দিতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা এবং এই খাতের বিকাশে উদ্যোক্তা গড়ে তুলতে হবে। বিদ্যুৎ উন্নয়ন তহবিল ও নবায়নযোগ্য জ্বালানি তহবিলের যথাযথ এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ 'জেটনেট বিডি', অ্যাকশন এইড বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের যৌথ আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ। 

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, নদীকর্মী হাছিব সরদার, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, মোংলা নাগরিক সমাজের শেখ রাসেল, নারী বনজীবী মিরা মন্ডল, শারমিন বেগম, জেলে সমিতির বেল্লাল ব্যাপারী, তপন মন্ডল প্রমুখ।

এটি/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর