Logo
Logo

সারাদেশ

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৯

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এফ এ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

দুই মাসের বকেয়া বেতন প্রদান ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরে জৈনা-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ৩ শতাধিক শ্রমিক। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

টানা চার ঘণ্টা অবরোধের কারণে জৈনা-কাওরাইদ আঞ্চলিক সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে সড়কে আটকে পড়ে প্রচুর যানবাহন। উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তির মুখে পড়েন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ অফিসগামী যাত্রীরা। 

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে কারখানায় আসলে মূল ফটকের সামনে বন্ধের নোটিশ দেখতে পান। সেখানে লেখা আছে, ‘গত ১২ নভেম্বর  থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শ্রমিকরা অযৌক্তিক দাবি আদায়ের জন্য সব ধরনের কাজ বন্ধ রেখেছে। এ ছাড়া তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। 

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন ও হাজিরা বোনাস পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। গত দুদিন ধরে বকেয়া বেতনের দাবি করছিলেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কারখানা ফটকে এসে তারা সেখানে কারখানাটি বন্ধের নোটিশ দেখতে পান। এতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা কারখানা ফটকের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। 

বিক্ষুব্ধ শ্রমিক মো. সমিউর রহমান বলেন, ‘কয়েক দফা তারিখ দিয়েও কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করেনি। বেতন পরিশোধের দাবি করতেই তারা গড়িমসি শুরু করেছে। হঠাৎ বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে কারখানা বন্ধ দেখতে পাই।‘

কারখানার শ্রমিক মোসা. আফসানা বলেন, ‘দুই মাস ধরে বেতন পাই না। ঘর ভাড়া বাকি। দোকানের বকেয়া দিতে পারছি না। আমাদের টাকা পরিশোধ করতে হবে।’

আন্দোলনরত শ্রমিক আমিনুর রহমান বলেন, ‘বিজিএমইএ থেকে বোনাস-বেতন বাড়ানো হলেও আমরা এগুলো দাবি করিনি। অথচ আমাদের সাথে তারা এই অন্যায় করেছে। কোনো কিছু না বলে হঠাৎ কারখানা বন্ধ করে দিয়ে সবাই পালিয়ে গেছে।’

শাকিলা আক্তার বলেন, ‘আমাদের টাকা দিয়ে দিলে আমরা চলে যাব। কাজ জানি, ভাতের অভাব পড়বে না। কিন্তু আমাদের বৈধ পাওনা টাকা অবশ্যই পরিশোধ করতে হবে।’

এ প্রসঙ্গে এইচডিএফ অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মূল ফটক বন্ধ ছিল। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা ঘটনাস্থলে এসেছি। তাদের বোঝানোর চেষ্টা করছি।’

এ বিষয় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।’

এআরএস/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর