আরকান আর্মির হাতে বন্দি ৬
সেন্টমার্টিন নয় মিয়ানমারে রড-সিমেন্ট পাচার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ২১:৫১
ছবি : প্রতিনিধি
টেকনাফ থেকে সিমেন্ট ও বালি ভর্তি দুটি বড় ফিশিং ট্রলার সেন্টমার্টিন যাওয়ার কথা বলে শাহপরীরদ্বীপের পূর্বে মিয়ানমারে মালামালগুলো পাচার করে ফেরার পথে আটকা পড়ে। ট্রলার দুটির মাঝি হলেন- আব্দুর রহমান ও মোস্তাক আহমেদ।
আটকা পড়া ট্রলার দুটির মালিক হলেন- টেকনাফ সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ।
জানা যায়, গত মঙ্গলবার (১২ নভেম্বর) টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ৪০০ ফুট বালু, ৪০০ ফুট কংক্রিট, ১২০০ কেজি রড, ৪২০০ পিস ইট, ১৪০ ব্যাগ সিমেন্ট নিয়ে টেকনাফ থেকে ৭ জন মাঝিমাল্লাহসহ ২টি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করেন। ট্রলার দুটি সেন্টমার্টিনে না গিয়ে মালামালগুলো অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে পাচারের উদ্দেশে নাইক্ষ্যংদিয়া খালের ভিতরে প্রবেশ করে চরে আটকা পড়ে। বর্তমানে ট্রলার দুইটি মিয়ানমারের চরে আটক রয়েছে বলেও জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, টেকনাফ সদর কোস্টগার্ড স্টেশনের পাশে কেরনতলী খাল থেকে বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের মালিকানাধীন ট্রলার এসবি আশিক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের মালিকানাধীন ট্রলার এসবি ফারুক সিমেন্ট ভর্তি সেন্টমার্টিনে নিয়ে যাওয়া কথা বলে শাহপরীরদ্বীপের পূর্বে মিয়ানমারে সিমেন্টগুলো পাচার করে ফেরার পথে বন্দি হয়। বর্তমানে ট্রলার দুইটি মিয়ানমার সীমান্তে আটক রয়েছে।
প্রশাসন এ বিষয়ে মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, সেন্টমার্টিনের একটি শ্রেণি বিভিন্ন কৌশলে সেন্টমার্টিনে মালামাল নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে পাচার করে। এসব পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় দাবি জানান দ্বীপবাসী।
টেকনাফ কেরনতলী খালে দায়িত্বে থাকা আলম বলেন, ১০ নভেম্বর কেরনতলী খাল থেকে আব্দুর রহমান ও মোস্তাক মাঝি বালি এবং সিমেন্ট নিয়ে দুইটি ট্রলার সেন্টমার্টিনে উদ্দেশ্যে রওনা করেন। সেটি কোথায় গেছে এবং কোথায় আছে আমার জানা নেই।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির লাইনম্যান মো. করিম বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আব্দুর রহমান ও মোস্তাক মাঝি টেকনাফ থেকে সিমেন্ট ভর্তি দুটি ট্রলার মিয়ানমারে আটকে আছেন। তারা এখনো সেন্টমার্টিনে ফিরে আসেন নাই।
টেকনাফ সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি জানি না। আপাতত আপনি নিউজ করিয়েন না। আমি খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।
টেকনাফে ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, কেরনতলী খাল থেকে বাংলাদেশি দুটি ট্রলার সেন্টমার্টিনে মালামাল নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে অভ্যন্তরে মালামালগুলো পাচার করে ফেরার পথে আটকে পড়ে। বিষয়টি জানার পর আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হচ্ছে এবং ট্রলার দুটি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
আইএম/এমএইচএস