Logo
Logo

সারাদেশ

‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণকারী এসআই সাময়িক বরখাস্ত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৫

‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণকারী এসআই সাময়িক বরখাস্ত

ছবি : সংগৃহীত

ঘুষের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হওয়া চাঁদপুরের হাজীগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ দে-কে প্রধান করে তিন সদস্য বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণ করা এসআইকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তাকে প্রাথমিকভাবে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুর রকিব।

খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ছেলের নামে থানায় অভিযোগ দিতে আসেন হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের এক বাসিন্দা। অভিযোগ দিতে এসে এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের প্রথম কিস্তি। তারপর ছেলের বউ এবং ছেলে বাবার কাছে ক্ষমা চাইলে পরিবারিক সমস্যা মিটে যায়। তবুও এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের দ্বিতীয় কিস্তি।  আর সেই কিস্তি নিতে গিয়ে তিনি বলেন, ‘টাকা গুনে গুনে নেওয়া সুন্নত’।

এবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর