Logo
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৮

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ছাবের, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসু চাকমা, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকে ব্যবহৃত নিকোটিন মানুষের আয়ু কমিয়ে দেয়। মেধা শক্তি নষ্ট করে মেজাজ খিটখিটে করে দেয়।

তাই মাদকের মতো এমন একটি মরণব্যাধি দ্রব্য, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ যেন শিক্ষার্থীদের উপরে প্রভাব না ফেলে এ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন বক্তারা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

সিবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর