Logo
Logo

সারাদেশ

কুড়িগ্রামের আ.লীগ নেতা ছক্কু চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৯

কুড়িগ্রামের আ.লীগ নেতা ছক্কু চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামে শিক্ষার্থী আশিক হত্যা মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোদালকাটি ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা। 

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে তাকে পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কুড়িগ্রাম সদর থানার হত্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। কুড়িগ্রাম থানায় পাঠানো হয়েছে।’ 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিক হত্যা মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

এমজে/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর