Logo
Logo

সারাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৩৬

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৩৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি জানিয়েছেন ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ।

আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে। 

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বাংলাদেশি নাগরিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে। এমন  তথ্যের ভিত্তিতে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা, খোশালপুর, মাটিলা, পলিয়ানপুর, সামন্তা এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এরই পরিপ্রেক্ষিতে ভারতে যাওয়ার চেষ্টার সময় এসব এলাকা থেকে ৩৫ জন এবং বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে নারী ১২, পুরুষ ১৫ এবং শিশু আটজন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি নভেম্বর ২০২৪ মাসে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

এমবিইউ/এমএইএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর