খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে আল্টিমেটাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৪:২৮
ছবি : প্রতিনিধি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করার দাবি জানিয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা।মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবি না মানলে জেলা পরিষদ ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।
সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।
এ সময় পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্র-জনতার পক্ষে বক্তব্য দেন, গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, ইব্রাহিম খলিল, সুর্য কারন ত্রিপুরা, বিদর্শী চাকমা।
সংবাদ সম্মেলন এ বক্তারা বলেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা কথিত আওয়ামী লীগের দোসর। বিগত সরকার আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ৫ আগস্টে একটি গনঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। এ অভূতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার গঠন করে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
কিন্তু এরকম সফল অভ্যুত্থানের পরও আওয়ামী দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এতে পার্বত্য চট্টগ্রামের জনগণও আতঙ্কিত।’
বক্তারা আরও বলেন, ‘তাদের নানা চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা প্রতিরোধ করছে, তেমনি আমরাও এখানে প্রতিবাদ করছি। আমরা সদ্যগঠিত এই খাগড়াছড়ি জেলা পরিষদ অবৈধ বলে মনে করছি। তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এসবি/এমজে/এমআই