ছবি : প্রতিনিধি
গাইবান্ধায় তিন দিনব্যাপি শুরু হয়েছে পালানাট্য পার্বণ। উৎসবকে ঘিরে সবার মাঝে আনন্দ বিরাজ করছে। অহির বাংলা’র আয়োজনে গাইবান্ধার সারথি থিয়েটারের সহযোগিতায় তিনব্যাপি পালানাট্য পার্বণে রয়েছে বাউল গান, নৃত্য, গম্ভীরা ও আলকাপ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পদক্ষেপ মঞ্চে শুরু হয় এই পালানাট্য পার্বণ। যা চলবে রোববার পর্যন্ত। এ সময় মঞ্চস্থ হয় নোলকজানের পালা, কালিন্দীর গীতসহ শান্দার কইন্যার পালা।
প্রথম দিন নাট্যচার্য্য সেলিম আল-দীন, দ্বিতীয় দিন সায়িক সিদ্দিকী ও পানুপালকে উৎসর্গ করে বাউল গান, নৃত্য, গম্ভীরা ও আলকাপ অনুষ্ঠিত হয়।
এআর/এমআই