Logo
Logo

সারাদেশ

শেষ হল পদ্মা-মেঘনায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৯:১৪

শেষ হল পদ্মা-মেঘনায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা

শেষ সময়ে জাল মেরামত করছেন এক জেলে| ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ (রোববার) রাত ১২টার পর থেকেই ইলিশসহ সবধরণের মাছ আহরণে নদীতে নামবে জেলেরা। ইতোমধ্যে জাল ও নৌকা মেরামত করে প্রস্তুত তারা। কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ পাওয়ার আশায় চষে বেড়াবেন বিশাল জলরাশি।

রোববার সকালে সদর উপজেলার আনন্দ বাজার, সাখুয়া, বহরিয়া বাজারসহ হারিণা ফেরিঘাট সংলগ্ন জেলে পাড়ায়  নৌকা ও জাল নিয়ে জেলেদের প্রস্তুতি গেছে। এছাড়া  ইলিশ বেচাকেনার জন্য নদীউপকূলীয় এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান এবং আড়তগুলোও প্রস্তুত হচ্ছে ।

সাখুয়া এলাকার জেলে শাহজাহান গাজী বলেন, ইলিশ আমাদের সম্পদ। প্রকৃত জেলেরা কখনোই মা ইলিশ শিকার করে না। আমরা এই ২২ দিন জাল ও নৌকা মেরামত করেছি। আল্লাহর ইচ্ছায় এখন নদীতে নামলে ইলিশ পেতেও পারি, নাও পেতে পারি।

হরিণা ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, পদ্মা-মেঘনায় ইলিশের বিচরণ বাড়াতে সরকারকে পরিকল্পিতভাবে নদীর নাব্যতা সংকট দূর করতে হবে। নদীতে ইলিশের বিচরণ বাড়লে জেলে-ব্যবসায়ী সবার জন্যই উপকার।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের প্রাপ্যতা কেমন হওয়ার সম্ভাবনা- এমন প্রশ্নের জবাবে ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, সাগর থেকে একটি ইলিশ মিঠা পানিতে আসতে হলে তিনটি ধাপ পার হতে হয়। লোনাপানি, আধালোনা এবং মিঠাপানি। এই সাগর থেকে মিঠা পানিতে ইলিশকে আসার জন্য তার পথ সুগম করতে হবে। তাহলে নদীতে ইলিশের বিচরণ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর