Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৪:৪২

চাঁদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুর স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

এতে  প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। ওদেরও বাঁচতে মন চায়। তারা আমাদেরই অংশ। প্রকৃতিগতভাবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে। বিভিন্নসময় তারা সমাজের অনেক ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। তাদেরও মন আছে। মনের বিকাশ না ঘটালে প্রতিবন্ধকতা দূর হবে না।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। 

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর