-674ac6bc8da59.jpg)
চাঁদপুরে কিশোরকে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মঈন উদ্দিন (১৬) উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
স্থানীয়রা জানান, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা ছিল।
মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন বলেন, ‘শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ছেলের মোবাইলে কল আসলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় এলাকায় খোঁজাখুঁজি করি। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে আজ (শনিবার) সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাটারিচালিত অটোরিকশা পাওয়া যায়নি।
সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।
এ ঘটনায় কিশোরের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।
আলআমিন ভূঁইয়া/এমজে