Logo
Logo

সারাদেশ

পিরোজপুরে ৬ কিলোমিটার সড়কে তালের বীজ রোপণ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৯

পিরোজপুরে ৬ কিলোমিটার সড়কে তালের বীজ রোপণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও  বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রায় ছয় কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে তালের বীজ রোপণ করা হয়েছে। 

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার হারজি গ্রামের মিরুখালী রাস্তায় তালের বীজ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। 

জানা গেছে, সম্প্রতি মঠবাড়িয়া থেকে মিরুখালী সড়কের হারজি নামক স্থানে সড়ক উন্নয়ন কাজে সড়কের দুই পাশের বৃক্ষ নিধন করা হয়। এতে কয়েক হাজার বৃক্ষ উজাড় হয়। ফলে ছায়া ঢাকা সড়কটি বৃক্ষহীন হয়ে পড়ে। 

এ কারণে উপজেলা নির্বাহী অফিসার ছয় কিলোমিটার সড়কের দুই পাশে তাল বীজ বপনের উদ্যোগ নেন। গত কয়েক মাস ধরে উপজেলা বন কর্মকর্তার সহায়তা গ্রামের গৃহস্থ বাড়ি  গিয়ে তাল বীজ সংগ্রহ করেন। এই বীজ প্রক্রিয়াজাত করে রাস্তার দুই পাশে ছয় কিলোমিটার জুড়ে বপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, ‘বজ্রপত থেকে পরিত্রাণের জন্য রাস্তার পাশে তালের চারা রোপণ করা উচিত। এ উদ্যোগ আমরা অব্যহত রাখব।’

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর