Logo
Logo

সারাদেশ

‘জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা টিকিয়েছিল আ.লীগ’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৯

‘জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা টিকিয়েছিল আ.লীগ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতার মূলমন্ত্র হলো কোনো বৈষম্য থাকবে না। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রাবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা টেন্ডারবাজি ও জুলুমবাজিতে নেই। তারা জনগণের সেবক হতে চায়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার সরকার দেশের মানুষকে গত ১৭ বছর সুখে থাকতে দেয়নি। বিশেষ করে তারা জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মামলা দিয়ে জেলে নিয়েছে। নেতাকর্মীরা নিজঘরে ঘুমাতে পারেনি।’ 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির মো. শাজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার  উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জুবায়ের হোসেন প্রমুখ।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর