মাদারগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল, সম্পাদক মুস্তাক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯

ছবি : প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মঞ্জুরুল ইসলাম মুসা ও সম্পাদক পদে মুস্তাক খান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার গাবেরগ্রাম এলাকায় কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম মুসা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব খান পেয়েছেন ৩ ভোট। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে মুস্তাক খান, সহ-সভাপতি পদে আছালত জামান খান, সদস্য পদে রকিব খান নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা। কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির মোট ভোটার ৩৯ জন। এরমধ্যে ২৭ টি সমবায় সমিতির প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী তিন বছর নির্বাচিতরা বহুমুখী সমবায় সমিতির নেতৃত্ব দেবেন।
মাহমুদা আক্তার/এমআই