-6749d3239c06e.jpg)
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে তাওহিদি জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল ও পথসভা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।
শুরুতেই বৃহত্তর নাজিরবাজার এলাকার কয়েক শ তাওহিদি জনতা সিলেট-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য মো. জিলা মিয়া।
মো. রেজাউল হক ডালিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, দারুল কুরআন মাদরাসা নাজিরবাজারের মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন বাহুবলী, সমাজসেবক মুহিত হোসেন চৌধুরী, ব্যবসায়ী ফয়জুর রহমান শামিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সনাতন ধর্ম আর ইসকন এক নয়। ইসকন কোনো ধর্ম নয়, এটি বিশ্বব্যাপী একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এটির জন্মই হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য। বিশ্বের অনেক দেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংগঠনের উগ্র সদস্যরা চট্টগ্রামে দিনের বেলা প্রকাশ্যে একজন মুসলিম আইনজীবিকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকনকে এ দেশে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের হিন্দু নাগরিকদের নগ্নভাবে উসকানি দিচ্ছে ভারত ও দেশটির হলুদ মিডিয়া। তাদের মনে রাখা দরকার- একাত্তরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় এনেছে। এ দেশে হিন্দু-মুসলিম সবার শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। সুতরাং ভারতকে এখনই সাবধান হয়ে যেতে হবে এবং উসকানি ও উগ্রতার পথ থেকে সরে আসতে হবে।’
ডালিম রেজা/এমজে