Logo
Logo

সারাদেশ

‘বিএনপির সাথে থাকুন, চাকরি জাতীয়করণ হবেই’

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ২০:০৯

‘বিএনপির সাথে থাকুন, চাকরি জাতীয়করণ হবেই’

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ‘বিএনপির সাথে থাকুন, চাকরি জাতীয়করণ হবেই। বিএনপিই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে, মনের কথা বোঝে।’ 

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখার উদ্যোগে সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগর।  বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর কোনো দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের অমর্যাদা করার মতো দুঃসাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না, বিএনপি সরকার শিক্ষাবান্ধব সরকার ছিল । শিক্ষকরা যত সুযোগ সুবিধা পেয়েছেন, সবই বিএনপি আমলেই পেয়েছেন।’

আওয়ামী লীগ শিক্ষকদের ভোটচুরির কাজে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটি লুটপাটকারী সরকার। তারা জানে শুধু লুট করতে। আওয়ামী লীগ শিক্ষার নামে ভাওতাবাজি করে সব টাকাপয়সা লুট করত। তারা কখনই শিক্ষকবান্ধব ছিল না। শুধুমাত্র নির্বাচনের সময় শিক্ষকদের ব্যবহার করেছে, তাদের ভোট চুরির কাজে।’

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. কাওসার আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল, সদস্যসচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান প্রমুখ।

সৈয়দ বশির আহম্মেদ /এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর