Logo
Logo

সারাদেশ

আর ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না : রুমিন ফারহানা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৯:১৩

আর ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না : রুমিন ফারহানা

আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমরা ষড়যন্ত্র দেখতে চাই না। আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। বর্তমান সময়কে ব্যবহার করে কোনো দুষ্কৃতকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক, তা চাই না।’

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, এ সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।  আমরা আশা করব, এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন।’

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ জহিরুল হক খোকন জহির, সরাইল উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল প্রমুখ।

রিমন খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর