-6749a588bb7d6.jpg)
পিরোজপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘রাষ্ট্রদ্রোহী সব কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ভারতীয় মদদপুষ্ট সত্রাসী জঙ্গি সংগঠন ইসকন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে শহীদ করেছে। মসজিদ ভাঙচুর, কুরআন শরিফ পোড়ানোসহ রাষ্ট্রদ্রোহী কাজকর্ম করেছে ইসকন। শীঘ্রই তাদের নিষিদ্ধ করতে হবে।’
এ সময় বক্তব্য দেন,মাওলানা হাফিজুর রহমান খান, মুফতি আহাসান উল্লাহ, মুফতি জুবায়ের প্রমুখ।
বক্তারা জানান, রবিবার (১ ডিসেম্বর) পিরোজপুর জেলা প্রশাসক বরাবর ইসকন নিষিদ্ধ, পিরোজপুরসহ সারা বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করা, ইসকন সংগঠনকে বাতিল বলে ঘোষণা করার দাবিতে এক স্বারকলিপি প্রদান করা হবে।
সৈয়দ বশির আহম্মেদ/এমজে