Logo
Logo

সারাদেশ

বাগেরহাটে স্মরণসভা

‘শহীদদের আত্মত্যাগ ভোলা যাবে না’

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৫১

‘শহীদদের আত্মত্যাগ ভোলা যাবে না’

শহীদদের আত্মত্যাগ ভোলা যাবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার  (২৮ নভেম্বর) দুপুরে বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি সি) কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া শহীদদের স্মরণে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

কলেজ মিলনায়তনে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান ফারুকীর সভাপতিতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. শিউলী রানী সূত্রধর, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, নিজের বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের বাবা-মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ‘আন্দোলনে আহতদের কষ্ট দেখে আমরা গভীরভাবে মর্মাহত। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরিবর্তিত সময়ের চাহিদা ও সংস্কারকে কাজে লাগিয়ে আমরা একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে।’

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেখ আবু তালেব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর