Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৬:১৪

চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় ১ হাজার ৬০০ কেজি (৪০মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে চাঁদপুরে আনার সময় একটি মিনি পিকআপভ্যান থেকে তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান।

তিনি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। পরে কোস্টগার্ড স্টেশনে এনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর