Logo
Logo

সারাদেশ

টাকা নিয়ে দ্বন্দ্বে মামার হাতে ভাগনে খুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৫২

টাকা নিয়ে দ্বন্দ্বে মামার হাতে ভাগনে খুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার লিচু বাগান এলাকায় মামার হাতে ভাগনে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আব্দুল হাইয়ের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রাফি শাহারিয়ার (২৩) নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার চারিগাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে।

বাবা-মায়ের সাথে শ্রীপুর পৌরসভার আব্দুল হাইয়ের বাড়িতে ভাড়া থেকে প্যারামাউন্ট টেক্সটাইল মিলের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই-বোনের মাঝে টাকা লেনদেন নিয়ে সকাল থেকেই  দ্বন্দ্ব চলছিল। কথা কাটাকাটির এক পর্যায় মামা রনি (১৯) তার ভাগনে শাহারিয়ারকে (২৩) কাঁচি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জয়নাল আবেদীন মন্ডল জানান, ধারণা করা হচ্ছে,পাওনা টাকাকে কেন্দ্র করে ভাই-বোনের ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগনে শাহরিয়ারকে কাঁচি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আতাউর রহমান সোহেল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর