Logo
Logo

সারাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:১৬

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে গ্রেপ্তার
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা, ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৩জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন- একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)। 

নিয়মিত মামলার আসামিরা হলেন-রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেয়া কিশোর জেলেরা হলেন-মো. সাকিব সৈয়াল (১৫), মো. হাবিব ছৈয়াল (১৬) ও মো. নাইম হোসেন (১৩)।

নৌ পুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ (৩১ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় লাখ মিটার কারেন্টজাল, মা ইলিশ ৪২ কেজি ও ৩টি পুরাতন মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

এ বিষেয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল বলেন, জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর