চাঁদপুরে বিদ্যালয়ের সামনে ছাত্রকে ছুরিকাঘাত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৮
-67472310cbdeb.jpg)
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে নবম শ্রেণির ছাত্র মো. আয়াশকে (১৮) ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
হামলার শিকার আয়াশ ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। তার বর্তমান ঠিকানা শহরের নিউ ট্রাক রোড।
সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
জানা গেছে, পূর্ব শত্রুতার বিরোধ থাকায় আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২জন ছাত্র অতর্কিতভাবে আয়াশকে হামলা করে। এতে আয়াশের পিঠে ও বাম হাতে জখম হয়।
হাসান আলী স্কুলের ছাত্র রাহিম, মুন্না, নুরুসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮জন আয়াশকে আক্রমণ করার জন্য পরিকল্পনা করেছে বলে আহত জানান আয়াশ।
এদিকে, আয়াশ আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। এ ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের সহপাঠীদের মাঝে পুনরায় মারামারি হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) বলেন, ‘হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা নাছরিন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আল আমিন ভূঁইয়া/এমজে