Logo
Logo

রাজধানী

ডাকাতির পর শিশুকে অপহরণ, এক নারী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৫৯

ডাকাতির পর শিশুকে অপহরণ, এক নারী গ্রেপ্তার

ডাকাতি ও শিশু অপহরণে অভিযুক্ত নারী মোছাম্মৎ ফাতেমা আক্তার শাপলা। ছবি : প্রতিনিধি

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকায় নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতির পর ৮ মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত নারী, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মোছাম্মৎ ফাতেমা আক্তার শাপলা (২৭)। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় জড়িত মোছাম্মৎ ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার ও ৮ মাস বয়সের শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করেছে র‍্যাব।

এ বিষয়ে এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘সাবলেট বাসা ভাড়া খুঁজতে গিয়ে জাইফার মা ফারজানার সঙ্গে ফাতেমার পরিচয় হয়। ফাতেমা বাসা ভাড়া নেয়ার জন্য অগ্রিম টাকাও দেয়। পরে ফাতেমা তার সহযোগীদের নিয়ে ডাকাতি ও অপহরণ করে।’ 

এনকেবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর