যাত্রাবাড়িতে ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৪:২৭
রাজধানীর যাত্রাবাড়িতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে জসিম উদ্দীন (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মাতুয়াইল পাড় ডগাই আদর্শবাগ এলাকায় এ ঘটনা ঘটে। জসিম চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার বিশালপুর গ্রামের মো. দেওয়ানের ছেলে।
জসিমের সহকর্মী মো. নাজমুল ইসলাম জানান, সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মাতুয়াইল পাড় ডগাই আদর্শবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে দ্বিতীয় তলার ভয়েটের উপরে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
এমজে/ওএফ