রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:০৮
রাজধানীর তুরাগের বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
রোববার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের স্বামী নুরুল আমিন বলেন, রোববার ভোরে দিনু রান্না করতে যায়। ওই সময় আমার ছেলে জিহাদ ঘর থেকে একটি ছুরি নিয়ে তার মাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আমি দৌড়ে যাই। ততক্ষণে ছেলে জিহাদ পালিয়ে যায়।
নুরুল আমিন জানান, তিনি পেশায় দিন মজুর। তার স্ত্রী দিনু মানুষের বাসা-বাড়িতে কাজ করতেন। তার বড় ছেলে জিহাদ চার বছর যাবত মানসিক রোগী। অনেক চিকিৎসাও করানো হয়েছে। মাঝেমধ্যে ভালো থাকে, আবার মাঝে মধ্যে পাগলামি করে। দুই ছেলে তিন মেয়ের মধ্যে জিহাদ বড়।
নিহত দিনুর বাড়ির ময়মনসিংহের গৌরিপুর উপজেলা। তার বাবার নাম মৃত আ. আজিজ।
এআইবি/ওএফ