Logo
Logo

রাজধানী

ঢাকায় বেড়াতে এসে প্রাণ গেল ভারতীয় নাগরিকের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১৪:০৩

ঢাকায় বেড়াতে এসে প্রাণ গেল ভারতীয় নাগরিকের

বাংলাদেশে বেড়াতে এসে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেলে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারত থেকে তার সঙ্গে আসা ফারজু মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আকবর ভারতের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কোপরা গ্রামের আমির উদ্দিন মন্ডলের ছেলে। 

ফারজু মন্ডল জানান, ভারতের মুর্শিদাবাদ থেকে আকবর আলী মন্ডলসহ ছয়জন বন্ধু ঢাকায় বেড়াতে আসেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১০-এর রোজ হ্যাভেন হোটেলে ওঠেন তারা। পরে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠেন আকবর আলী। পরে তাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এমজে/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর