পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫৬

ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে ৭ জন দগ্ধের ঘটনায় রুমা আক্তার (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান।
নিহত রুমা মুন্সিগঞ্জ সদ উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের স্ত্রী। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক।
এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে সোমবার (২৫ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় রুমার স্বামী আব্দুল খলিল মারা যান।
জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৪ নভেম্বর) রাজধানীর পল্লবী থানার মিরপুর-১১ ব্লকের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন সহ সাত জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নিহত রুমার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধদের মধ্যে শাহজাহানকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।’
এআইবি/এমআই