রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ২১:৪১
-67488f36ef4bf.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে মালিবাগ রেলগেট রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি।
পথচারী মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার রাতে মালিবাগ রেলগেট এলাকায় একটি ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল, অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। এ সময় কোনও এক ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি রেললাইনে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।’
এআই/এমএইচএস