Logo
Logo

সারাদেশ

একাত্তরের স্বাধীনতা ছিল অসম্পূর্ণ : রিজভী

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ২০:৫৮

একাত্তরের স্বাধীনতা ছিল অসম্পূর্ণ : রিজভী

ছবি : বাংলাদেশের খবর

৭ নভেম্বর সেই দিন যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে। ১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেলেও সেই স্বাধীনতা ছিল অসম্পূর্ণ। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই কথা বলেন।

তিনি ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘৭ নভেম্বরের চেতনা ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার ও প্রতিষ্ঠিত করা। সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে ৭ নভেম্বর। আমাদের মুক্তভাবে কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে ৭ নভেম্বর। জাগরিত চেতনা হচ্ছে ৭ নভেম্বর।’

রিজভী আরও বলেন, ‘আমরা ’৭১ সালে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা ছিল অসম্পূর্ণ। নাগরিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা তখন ছিল না। ৭ নভেম্বর সেই দিন, যেদিন দেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।’

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছীর। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘বাংলাদেশে ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু সংবাদমাধ্যম এখনও শেখ হাসিনার দেশত্যাগকে 'পালিয়ে যাওয়া' হিসেবে প্রকাশ করতে ভয় পাচ্ছে।’

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম ১৯৭১ সালের ২৭ মার্চ মেজর জিয়ার ঐতিহাসিক ঘোষণার কথা স্মরণ করেন এবং বলেন, ‘তখন দেশের রাজনৈতিক নেতারা সংকটে পড়েছিলেন, মেজর জিয়া তার ঘোষণায় আমাদের উজ্জীবিত করেছিলেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবি শাখার ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের সম্মানিত শিক্ষকবৃন্দসহ নেতাকর্মীরা। বক্তারা ৭ নভেম্বরের চেতনাকে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর