-6747315b5390f.jpg)
রাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে খিলগাঁও নবীনবাগ নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও পশ্চিম নবীন বাগের স্থায়ী বাসিন্দা মৃত আবুল হাশেমের মেয়ে রুমি। তার স্বামীর নাম মো. জহির। তিন ছেলের জননী ছিলেন তিনি। তার স্বামী আরেকটি বিয়ে করায় নবীনবাগে বাবার বাসায় থাকতেন তিনি।
নিহত রুমির বড়ভাই আহত বাবুল জানান, ছোটভাই মো. ছালাম (৩৮) মাদকাসক্ত। ঠিকমতো কাজকর্ম করে না। তার স্ত্রী জুলেখা বেগমকে মারধর করে। এ কারণে তার স্ত্রী আজকে বাসা থেকে বাবার বাড়ি চলে যেতে চায়। এ নিয়ে বাবুল তার ছোটভাই সালামকে নেশা করা ছাড়তে বললে ক্ষিপ্ত হয়ে বড়ভাই বাবুলকে ধারালো কেচি দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে। পরে ছোটবোন রুমি আক্তার বাধা দিতে গেলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
পরে সেখান থেকে বাবুল ও রুমি আক্তারকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বাবুল ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত বাবুল জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এআই/এমএইচএস