-67443e0024604.jpg)
রাজধানীর পল্লবীতে আগুনে দগ্ধ ৭ জনের মধ্যে আব্দুল খলিল নামের একজন মারা গেছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, ‘খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার।’
এর আগে শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১-এর একটি বাসায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনসহ সাত জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রোববার (২৪ নভেম্বর) ভোরে জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার (২৫ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
এআই/এমজে