ঢামেকে দালাল-প্রতারক ধরতে অভিযান, আটক ২০

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৬
-674436f056745.jpg)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
সোমবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও যৌথ বাহিনীর নেতৃত্বে দালাল-প্রতারকদের নির্মুল অভিযান শুরু হয়। সোয়া ১১টা থেকে শুরু হয়ে এ অভিযান দুপুর ১টা পযর্ন্ত চলে।
এ সময় দালাল ও প্রতারকদের বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও উভয়দণ্ড দণ্ডিত করে তাদেরকে জেলে পাঠানো হয়। এছাড়াও কয়েকজনকে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়।
দালাল ও প্রতারকদের যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন- মাহমুদা (৫৩), সুমন (২৫), সাইদুর রহমান (৩০), শিশির আহমেদ (২০), কাউসার (৩০), আরিফ (১৯), নজরুল ইসলাম (৪৬), সাগর (২৭), রিমন (২৩), জয়দেব বর্মন (৩২), মুনতাহার (২৩), মমতাজ বেগম (৬০), মোরশেদা বেগম (৪০), শাহিনুর (৪০), শাহনাজ বেগম (৪০), শিউলি (৪২), মর্জিনা (৪৫), সাইফুল (৩২) ও রাজিব (২৪)।
ওএফ/এমজে