
ছবি : প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) হত্যার হুমকির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন করেন ওই শিক্ষক। একই সাথে তিনি কোতয়ালী থানায় জিডিও করেছেন।
জানা গেছে, আ.লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে রাজনীতি করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর হওয়াতে দীপু মনির সাথে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক।
আবেদনে ওই শিক্ষক উল্লেখ করেন, গণঅভূত্থ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর চাকুরীবিধি অমান্য করে দেশ থেকে পলায়ন করে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছে কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা। বিদেশে অবস্থান করে ওই শিক্ষককে হোয়াটসঅ্যাপে কল করে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি হাতে পেয়েছি। আরো কয়েকটি অভিযোগ আছে সালাউদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।’
জেইউ/এমআই