Logo
Logo

ক্যাম্পাস

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, জাহাঙ্গীরনগর ব্লকেড

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:০১

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, জাহাঙ্গীরনগর ব্লকেড

ছবি : সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা দাবি করছেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবি নিয়ে তারা জাহাঙ্গীরনর ব্লকেড কর্মসূচি পালন করছেন। কর্মসূচির সময় ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

দাবিগুলোর মধ্যে আছে ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনের গতি পরিমাপ রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণ থাকা সাপেক্ষে নিবন্ধন দিতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি গণমাধ্যমকে বলেন, ‘প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিকেলে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা। আফসানার চিকিৎসা যথাযথ হয়নি, যা প্রশাসনের ব্যর্থতা। ক্যাম্পাসে রিকশা ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনাকবলিত হন। 

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সন্ধ্যার দিকে কলাভবনের সামনের রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাচি। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি শেরপুর জেলায়। 

রাচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সাময়িক বরখাস্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর