Logo
Logo

ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগ নেতা আটক

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৪:২১

রাবিতে ছাত্রলীগ নেতা আটক

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সনদ তুলতে এসে আটক হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক।

আটককৃত ব্যক্তি, বগুড়ার ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে জিয়া হলের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসেন। বর্তমানে তাকে মতিহার থানায় রাখা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘গতকাল রাতে ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা মারধর করে। পরে সেখান থেকে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়।তাকে রাবি ছাত্রদলের দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে।’

কামরুজ্জামান ফাহাদ/এমআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর