
ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দেশের সার্বভৌমত্বে আঘাত ও দেশে জঙ্গি কার্যক্রম করার দায়ে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।’
নাইমুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ভারত আমাদের সার্বভৌমত্বকে ভেঙে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। ইসকন তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই ইসকনকে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তার করা হোক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ সোসাইটির সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ভারতের মদদে দেশের হিন্দুত্ববাদী সংগঠন ইসকন অখণ্ড ভারত করার দিবাস্বপ্ন দেখে যাচ্ছে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশে এই ইসকন বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে, আজও করছে।’
জান্নাতুন নাইম/এমআই