নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বাংলাদেশ ইউনিভার্সিটি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোন বিকল্প নেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য উন্নত এবং মানসম্পন্ন শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে, যা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.)। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম. এ. গোলাম দস্তগীর।
এছাড়াও, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুর রহমান খান এবং ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা তাদের নিজ নিজ বিভাগের পরিচিতি তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য ও দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত উপাচার্য সম্প্রতি অনুষ্ঠিত কাজী আজহার আলী মেমোরিয়াল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির ফল সেমিস্টারে ভর্তি হওয়া ৫ শতাধিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এইচকে/এমএইচএস