এই ধরনের সরকার বেশিদিন থাকলে সমস্যা তৈরি হয় : ফখরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৪৯
-673af18d21ace.png)
ছবি : বাংলাদেশের খবর
এই ধরনের (অন্তর্বর্তীকালীন) সরকার বেশিদিন থাকলে সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা বলছি, দ্রুত নির্বাচন হওয়া এই জাতির জন্য মঙ্গলের। এই ধরনের সরকার যত বেশিদিন থাকে, তত সমস্যা তৈরি হয়। এ সরকারের তো ম্যান্ডেট নেই। এটা নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? এ জন্য ওই সরকারকে ওটা চিন্তা করতে হবে। যত দ্রুত পারা যায়, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।’
ছাত্রদের সঙ্গে দূরত্ব তৈরি না করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখানে নবীন-তরুণদের দেখতে পাচ্ছি না। তারা না আসলে বুক পেতে গুলি নেবে কে? যেমন রংপুরে আবু সাইদ বুক পেতে গুলি নিলেন। সুতরাং ছাত্রদের সাথে দূরত্ব তৈরি করা যাবে না।’
তিনি বলেন, ‘আমরা তরুণ বয়সে সমাজ বদলের চিন্তা করেছি, লড়াই করেছি। এখনো চিন্তা করি। কিন্তু সেই শক্তি নাই। কিন্তু ছাত্রদের আছে। তারাই পারে বুক পেতে দাঁড়াতে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে। তাদের সে অধিকারও আছে।’
তিনি আরও বলেন, ‘এখন একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে বুঝতে হবে। বুঝতে হবে যে, ছেলেরা কী বলছে। বিএনপির মধ্যেই অনেকে আছেন, ছেলেরা একাই পরিবর্তন করেছে, এটা মানতে রাজি না তারা। এটা সত্য যে, আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি, কিন্তু শেষ লাথিটা গোলে মেরেছে ছাত্ররাই।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘মওলানা ভাসানী বলতেন, বাংলাদেশের মানুষ ধর্ম ছাড়া কিছু ভাবতে পারে না। এ জন্য তিনি নিয়ে আসলেন, ধর্ম-কর্মসহ সমাজতন্ত্র। তিনি আজীবন মেহনতী মানুষের রাজনীতি করেছেন।’
এমইউ