খালেদা জিয়া পালাননি, শেখ হাসিনা পালিয়েছেন : রিজভী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৯
-(1)-673aa43f883e1.jpg)
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘খালেদা জিয়া পালাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়েছেন। খালেদা জিয়া দুর্বিষহ শাসনকে বরণ করেছেন। পুরনো ভাঙা বিল্ডিংয়ে তাকে দুই বছর আটকে রাখা হয়েছে। তবু তিনি শেখ হাসিনার কাছে মাথা নত করেননি। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।’
রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে লুটেরার দল, বিএনপি আদর্শের দল। বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট হয়েছে ৮০০ কোটি টাকা। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মেগা প্রকল্প ও পদ্মা সেতুর নামে কোটি কোটি টাকা পাচার করেছে। দুবাই, কানাডা, কুয়ালামাপুর, অটোয়া ও সিডনিতে আওয়ামী লীগ এবং শেখ পরিবারের লোকদের বসবাস করার ব্যবস্থা করেছে। কিন্তু এটা শহীদ জিয়াউর রহমান করেননি।’
আওয়ামী লীগ খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেও ঠেকাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, আমাকে তোমরা ক্ষমতায় রেখে যা খুশি করো। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীকে দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। একজন আইজির নামে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। দেশের ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে পাচার হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ টাকা। এটাই শেখ হাসিনার ১৫ বছর ক্ষমতায় থাকার উপহার।’
গণতন্ত্রমনাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘প্রতিবেশী দেশের মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, তা এ দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারসহ দেশের গণতন্ত্রমনা সব দলকে সচেতন থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত যড়ষন্ত্র করছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে ক্ষমতায় বসাতে।’
তিনি বলেন, ‘বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল। অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। তাদের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় বক্তব্য দেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।
এসএল/এমইউ