ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল কেন নিজের পোস্টার ছিঁড়ছেন
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৯:২১
বিএনপির ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম /ছবি : সংগৃহীত
বিএনপির ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলামকে দেয়ালে লাগানোর নিজের ছবি সম্বলিত পোস্টার ছিঁড়তে দেখা গেছে। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার (১১ নভেম্বর) বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট রাশেদ খানের পোস্টে এ দৃশ্য দেখা গেছে। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে তিনি লেখেন, ‘আমরা বলছি না,সব কিছু হুট করে পরিবর্তন করে দিবো। আমরা বলছি না, বিএনপির সব কিছু পরিশুদ্ধ।
তবে আমরা কথা দিচ্ছি আমরা চেষ্টা করবো, লোক দেখানো চেষ্টা না, লোকের মন জয় করবার চেষ্টা। ইন শা আল্লাহ।
ঢাকা মহানগর উত্তর থেকে বিএনপির ব্যানার, ফ্যাস্টুন তুলে ফেলবার কাজ শুরু হয়েছে। আর ক্যাপ্টেন আমিনুল হক নিজের পোস্টার তুলে ফেলবার মাধ্যমে সেই কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, শনিবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ নির্দেশ দেওয়া হয়।
ঢাকা উত্তরের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরণের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ বিএনপির পক্ষ থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ডিআর/ওএফ